সটোরি লাভের গল্প (Stories for Attaining Satori)।
জেনগল্পের বাংলা রূপান্তর (A Bengali rendering of traditional Zen Koans)।
প্রকাশক : পাঠসূত্র। ফেব্রুয়ারি ২০০৯
শুক্রবার, ৭ আগস্ট, ২০০৯
প্রবুদ্ধ
একদা এক শিক্ষক ঘোষণা দিলেন যে এক তরুণ ভিক্ষু বোধির অগ্রসর স্তরে উপনীত হয়েছেন। এই সংবাদে মঠে যারপরনাই চাঞ্চল্য সৃষ্টি হলো। ইতঃপূর্বে বোধিপ্রাপ্ত কয়েকজন ভিক্ষু সদ্য বোধিপ্রাপ্ত তরুণ ভিক্ষুর দর্শন লাভ করতে গেলেন। ‘আমরা শুনতে পেলাম আপনি বোধিলাভ করেছেন। কথাটা কি সত্যি ?’ তারা জানতে চাইলেন।
ধন্যবাদ মুজিব ভাই....
উত্তরমুছুন