শুক্রবার, ৭ আগস্ট, ২০০৯

স্বর্গোদ্যান

মরুভূমিতে হারিয়ে যাওয়া দুই পরিব্রাজক ক্রমশ ক্ষুধা ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে শেষপর্যন্ত তারা একটি উঁচু দেয়ালের কাছে এসে পৌঁছলেন। শুনতে পেলেন, ওইপার থেকে ঝরনার কলকলানি ও পাখির কলরব ভেসে আসছে। তারা দেখলেন, একটি লসলসে গাছের ডাল দেয়ালের ওপর দিয়ে মাথা বাড়িয়ে আছে। গাছের ফলগুলোকে মনে হলো খুবই সুস্বাদু।

একজন কোনোভাবে দেয়াল টপকে ওইপারে নেমে যেতে সক্ষম হলেন। কিন্তু অন্যজন দেয়াল না-টপকিয়ে হারিয়ে যাওয়া অন্য পরিব্রাজকদের মরুদ্যানের পথ দেখিয়ে নিয়ে আসতে আবার মরুভূমিতে ফিরে গেলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন