শুক্রবার, ৭ আগস্ট, ২০০৯

সবচে’ গুরুত্বপূর্ণ শিক্ষা

এক সুপরিচিত জেনশিক্ষক একদিন জানালেন যে, তার সবচে’ গুরুত্বপূর্ণ পাঠ হলো ‘তোমার মনটাই বুদ্ধ’। এই নিগূঢ় বাণীতে উচ্ছ্বসিত হয়ে এক ভিক্ষু মঠ ত্যাগ করে নিজের মনকে জাগিয়ে তুলতে ধ্যানেচ্ছায় বিজন উষর প্রান্তরে গমনের সিদ্ধান্ত নিলেন। ওই মহৎ শিক্ষার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে সেখানে তিনি সন্ন্যাসী হিসেবে ২০ বছর সময় অতিবাহিত করলেন।

একদিন তিনি বনদেশে ভ্রমণে আসা অন্য এক ভিক্ষুর সাক্ষাৎলাভ করলেন। অচিরেই সন্ন্যাসী ভিক্ষু জানতে পারলেন যে, তিনিও একই শিক্ষকের কাছে জেন শিখেছেন। জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা বলুন তো আমাদের শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ কোনটি ছিল ?’

প্রশ্ন শুনে পরিব্রাজকের চোখ তৃষ্ণাকাতর হয়ে উঠল। বললেন, ‘এ ব্যাপারে তার চিন্তা তো খুবই স্বচ্ছ ছিল। তার থেকে পাওয়া আমাদের প্রকৃত শিক্ষাটা ছিল, বুদ্ধ আমাদের মনের মধ্যে নেই।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন