
‘বিছানা... শক্ত...’, ভিক্ষু বললেন।
‘ও আচ্ছা’, প্রধান ভিক্ষু জবাব দিলেন।
এর দশ বছর পর ওই ভিক্ষু প্রধান ভিক্ষুর কার্যালয়ে হাজির হলেন। ‘আরো দশ বছর তো অতিক্রান্ত হলো। এবার আপনি কোন শব্দ দুটো বলতে আগ্রহী ?’, জানতে চাইলেন প্রধান ভিক্ষু।
‘খাদ্য... বিস্বাদ...’, ভিক্ষু বললেন।
‘ও আচ্ছা’, প্রধান ভিক্ষু জবাব দিলেন।
আরো দশ বছর অতিক্রান্ত হবার পর ওই ভিক্ষু পুনরায় প্রধান ভিক্ষুর সাথে সাক্ষাৎ করলে তিনি জানতে চাইলেন, ‘এই দশ বছর পর আপনার বলবার শব্দ দুটো কী কী ?’
‘আমি... পরিত্যাগী!’ ভিক্ষু বললেন।
‘ঠিকই হয়েছে। আপনার এরকমই হবার কথা।’ প্রধান ভিক্ষু বললেন, ‘আপনি সারা জীবন যা করেছেন তা হলো কেবল অভিযোগ।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন