শুক্রবার, ৭ আগস্ট, ২০০৯

আমি জানি না

এক রাজাধিরাজ, যে কিনা ছিলেন একজন নিবেদিতপ্রাণ বৌদ্ধ, একবার বৌদ্ধবাদ বিষয়ে প্রশ্ন করতে এক মহান জেনশিক্ষককে প্রাসাদে ডেকে পাঠালেন এবং জানতে চাইলেন, ‘পবিত্র বৌদ্ধ মতাদর্শ অনুযায়ী শিখরতুল্য সত্য কী ?’

‘অসীম শূন্যতা... এবং যার কোথাও কোনো পবিত্রতার চিহ্নমাত্র নেই।’, শিক্ষক জানান দিলেন।

‘যদি কোথাও কোনো পবিত্রতাই না-থাকবে, তাহলে আপনি কে বা কী ?’, রাজাধিরাজ জানতে চাইলেন।

‘আমি জানি না।’, শিক্ষক জবাব দিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন