
রাজা তৎক্ষণাৎ তাকে চিনতে পেরে বললেন, 'আপনার জন্যে আমি কী করতে পারি ?'
'আমি এই সরাইখানায় খানিক বিশ্রাম নিতে চাই', সাধক বললেন।
রাজা অল্প নাখোশ হলেন এবং বললেন, 'কিন্তু এটা তো কোনো সরাইখানা নয়, এটা আমার প্রাসাদ।'
'আমি কি জানতে চাইতে পারি যে, আপনার আগে এ প্রসাদের মালিকানা কার ছিল ?', সাধকের পালটা প্রশ্ন।
রাজা বললেন, 'আমার পিতার, তিনি ইতোমধ্যে প্রয়াত হয়েছেন।'
সাধক বললেন, 'এবং তার আগে এটি কার মালিকানায় ছিল ?'
'পিতামহের, তিনিও প্রয়াত হয়েছেন।', রাজা জবাব দিলেন।
'তো, যে স্থানে মানুষ সাময়িককাল থাকেন এবং অতঃপর চলে যান, সে স্থানটি একটি সরাইখানা নয় তো কী ?', বললেন সাধক মহোদয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন