সটোরি লাভের গল্প (Stories for Attaining Satori)।
জেনগল্পের বাংলা রূপান্তর (A Bengali rendering of traditional Zen Koans)।
প্রকাশক : পাঠসূত্র। ফেব্রুয়ারি ২০০৯
শুক্রবার, ৭ আগস্ট, ২০০৯
কল্পনা
একদা মহান তাও গুরু চুয়াং জু স্বপ্ন দেখলেন যে, তিনি প্রজাপতি হয়ে এদিক-সেদিক পাখা ঝাপটাচ্ছেন। ওই স্বপ্নে তার কোনো ব্যক্তিচেতন ছিল না। তিনি ছিলেন কেবলই একটি প্রজাপতি। সহসাই তিনি জেগে উঠলেন এবং দেখলেন তিনি শুয়ে আছেন, যিনি আবারো একজন ব্যক্তি। তখন তিনি ভাবলেন, ‘আমি কি একজন মানুষ ছিলাম যে কল্পনা করছিল একটি প্রজাপতি হয়ে যাওয়া বিষয়ে, নাকি আমি এখন একটি প্রজাপতি যে কল্পনা করে একজন মানুষ হওয়া বিষয়ে ?’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন