শুক্রবার, ৭ আগস্ট, ২০০৯

মাছবিজ্ঞ

চুয়াং জু ও তার বন্ধু একদিন নদীর তীর ধরে হাঁটছিলেন। ‘দেখো দেখো, মাছগুলো কেমন সাঁতার কাটছে। সত্যি ওরা নিজেদের মধ্যে খুব আনন্দফুর্তি করছে’, চুয়াং জু বললেন।

‘তুমি কোনো মাছ নও। কাজেই প্রকৃতপক্ষে তুমি জান না যে তারা নিজেদের মধ্যে খুব আনন্দফুর্তি করছে কি না’, বন্ধুটি টিপ্পনী কাটল।

‘তুমি তো আর আমি নও। সুতরাং তুমি কী করে জানো যে মাছেরা নিজেদের মধ্যে আনন্দ করছে কী করছে না এটা আমি জানি না ?’, বললেন চুয়াং জু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন