কোনো এক সামাজিক অনুষ্ঠানে এক জেনগুরুর সাথে সাক্ষাৎ হলে সেখানে উপস্থিত একজন মনোরোগবিদ তাকে একটা প্রশ্ন করবেন বলে ঠিক করলেন, যে প্রশ্নটি আগে থেকেই তার মনের মধ্যে ছিল। ‘আপনি মানুষকে ঠিক কীভাবে সাহায্য করেন ?’, তিনি জিজ্ঞেস করলেন।‘আমি তাদের তেমন উচ্চতায় নিয়ে যাই, যেখানে তারা আর কোনো প্রশ্নই করতে পারে না।’, গুরু জবাব দিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন