সটোরি লাভের গল্প (Stories for Attaining Satori)।
জেনগল্পের বাংলা রূপান্তর (A Bengali rendering of traditional Zen Koans)।
প্রকাশক : পাঠসূত্র। ফেব্রুয়ারি ২০০৯
শুক্রবার, ৭ আগস্ট, ২০০৯
চঞ্চল মন
বাতাসের মধ্যে কম্পমান একটি পতাকা নিয়ে দু’জন মানুষের মধ্যে তর্ক চলছিল। প্রথমজন তর্কের সূত্রপাত করল ‘বাতাস নড়ছে’ বলে। ‘না, পতাকাটি নড়ছে’, দ্বিতীয়জন বলে উঠল। ঘটনাক্রমে একজন জেনগুরু তাদের পাশ দিয়ে হাঁটছিলেন। তিনি তাদের কথাবার্তা শুনতে পেলেন এবং তর্কযুদ্ধে হস্তক্ষেপ করলেন। বললেন, ‘পতাকাও নড়ছে না, বাতাসও না, নড়ছে বস্তুতপক্ষে মন।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন