শুক্রবার, ৭ আগস্ট, ২০০৯

চলতি মুহূর্ত

এক জাপানি যোদ্ধা তার শত্রু কর্তৃক ধৃত হয়ে জেলে নিক্ষিপ্ত হলেন। ভয়ের চোটে ওই রাতে তিনি কিছুতেই ঘুমাতে পারছিলেন না। তার বারবারই মনে হচ্ছিল যে, আগামীকাল তাকে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন শেষে বধ করা হবে।

এ সময় হঠাৎই তার জেনগুরুর একটি উপদেশ মনে পড়ে গেল। তিনি বলতেন, আগামীকালের কোনো প্রকৃত অস্তিত্ব নেই। ওটা হলো একটা মায়া। চলতি মুহূর্তটাই হলো প্রকৃত বাস্তবতা। কথাগুলোর সংস্পর্শে তার দারুণ প্রশান্তি হলো এবং তিনি ঘুমিয়ে গেলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন