শুক্রবার, ৭ আগস্ট, ২০০৯

হত্যা

গাসান একদিন তার অনুসারীদের নির্দেশনা দিচ্ছিলেন : “যারা হত্যার বিরুদ্ধে কথা বলেন এবং সকল চেতনপ্রাণের রক্ষণাকাঙ্ক্ষা করেন, তারা সঠিক। এমনকি জীবজন্তু ও কীটপতঙ্গ রক্ষা করাও ভালো কাজ। কিন্তু তাদের বেলায় কী হবে, যারা সময়ের অপচয় করে ও সম্পদের বিনাশ ঘটায় ? এবং তারা, যারা ধ্বংস করে রাজনৈতিক অর্থনীতি ? আমাদের তাদেরকেও ছেড়ে কথা বললে চলবে না। সর্বোপরি, সেরকম একজন, যে আলোকপ্রাপ্ত না-হয়েও ধর্মোপদেশ দেয় ? সে আসলে বুদ্ধবাদকে খুন করছে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন